রাজ্যে দ্রুত উপনির্বাচন চেয়ে এখনও নাছোড়বান্দা তৃণমূল। বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে দরবার করা হয়। সৌগত রায়, মহুয়া মৈত্র-সহ তৃণমূলের এক প্রতিনিধিদল দিল্লি কমিশনের দফতরে গিয়ে যান। রাজ্যের কোভিড পরিস্থিতি বিস্তারিত খতিয়ান, এবং সংশ্লিষ্ট ৭টি কেন্দ্রে সংক্রমণের বিশদ রিপোর্ট জমা দেওয়া হয় কমিশনে। সেই সঙ্গে আবেদন জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যেও যেন উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।
দিলীপ ঘোষ বলেন, "রোজই কমিশনে যান চা খেতে। তাতে কী আসে যায়। যে মুখ্যমন্ত্রী এখানে স্কুল খুলতে দিচ্ছেন না। লোকাল ট্রেন চালু করতে দিচ্ছেন না। বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি ডাকতে পারা যাচ্ছে না, আত্মীয় আসতে পারছে না। দু'বছর কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটি ভোট আটকে রেখেছেন। কোটি কোটি লোকের অধিকার হরণ করেছেন। তিনি কোন অধিকারে বলছেন উপনির্বাচন করতে হবে? কেবল রাজত্ব, ক্ষমতা ছাড়া কিছুই বোঝেন না উনি। এরকম পরিস্থিতিতে আমাদেরও একজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কি বাংলা ডুবে যাবে? একবার ছেড়েই দেখুন না। ওঁরা চামড়া ছেড়ে দেবে কিন্তু গদি ছাড়বে না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন