আদালতের নির্দেশে এ বার উচ্চ প্রাথমিকের ইন্টারভিউতে বসতে অসুবিধা রইল না চাকরিজীবী প্রার্থীদের। মঙ্গলবার এক মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এমন গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। বলা হয়েছে, কমর্রত শিক্ষকদেরও ইন্টারভিউ নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। যেহেতু বুধবার ইন্টারভিউয়ের শেষ দিন, তাই আগামিকালই হাজারের বেশি চাকরিজীবী শিক্ষকদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
উচ্চ প্রাথমিকে চাকরি পাওয়ার জন্য ২০১৬ সালে আবেদন করা হয়। প্রায় ২ বছর পরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারপর থেকে আড়াই বছরের বেশি সময় ধরে কোনও মেধাতালিকা বের হয়নি, ইন্টারভিউও হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন