সপ্তাহের দ্বিতীয় দিন দেশের কোভিড গ্রাফে বড়সড় স্বস্তি। দেশে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার নামল অনেকটাই। গত ২৪ ঘণ্টার তুলনায় প্রায় ১১০০০ কমল সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ৩৫০ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ২৭৫ জন। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছেই।
দিল্লি
বুধবার, অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্ষেত্রে এই দিন ধার্য করা হয়েছে ৮ সেপ্টেম্বর। দু-টি ক্ষেত্রেই সর্বোচ্চ ৫০ শতাংশ উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে।
তামিলনাড়ু
১ সেপ্টেম্বর থেকে স্কুলে আসবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। এক্ষেত্রেও সর্বোচ্চ ৫০ শতাংশ উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে।
রাজস্থান
১ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তবে পড়ুয়াদের ভিড় এড়াতে প্রতিটি ক্লাসের ক্ষেত্রে আসা ও যাওয়ার পৃথক সময়সীমা তৈরি করা হয়েছে।
মধ্যপ্রদেশ
১ সেপ্টেম্বর থেকে স্কুলে আসার ছাড়পত্র দেওয়া হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের। ২৬ জুলাই থেকে শুরু হয়েছিল একাদশ ও দ্বাদশের ক্লাস। আর ৫ আগস্ট ক্লাস শুরু হয়েছে নবম ও দশম শ্রেণির। বুধবার থেকে প্রতিদিন ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির।
মেঘালয়
বুধবার থেকে শহরে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে। খুলে যাচ্ছে কলেজও। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের যাতে স্কুলে আনা যায়, সেই সুপারিশ করা হয়েছে।
গুজরাত
২ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া স্কুলে আসবে। নবম ও তার উপরের শ্রেণির পড়ুয়াদের স্কুল চালু হয়েছে ২৫ আগস্ট থেকে।
কর্ণাটক
যেসব তালুকায় সংক্রমণের হার ২ শতাংশের নীচে, সেখানে ৬ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া স্কুলে আসবে। সপ্তাহে পাঁচদিন ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন