ভাড়া বৃদ্ধির দাবিতে সোমবার শহরজুড়ে ট্যাক্সি ও অ্যাপ ক্যাব ধর্মঘট। ধর্মঘট ডেকেছে এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি ও ক্যাব সংগঠন। তাই সপ্তাহের প্রথম দিন রাস্তায় ক্যাব ও ট্যাক্সি কম নামবে বলেই দাবি করা হয়েছে।
অভিযোগ, ট্যাক্সি ভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে বহুবার আবেদন করা হয়েছে।
অ্যাপ ক্যাব সংগঠনগুলিও ন্যায্য ভাড়া না দেওয়ার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচিতে থাকছে। মূলত এআইটিইউসি অনুমোদিত অনলাইন ক্যাব সংগঠনের সদস্যরা এই প্রতিবাদে সামিল হবেন। এদিনই আবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে পরিবহন ভবন পর্যন্ত যাওয়ার কর্মসূচি রয়েছে এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব সংগঠনের সদস্যদের। সংগঠনের দাবি, তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় ভাড়া বৃদ্ধি নিয়ে সরব হতে বাধ্য হয়েছে। তবে এই এই ধর্মঘটের জেরে সাধারণ মানুষকে যে তরম ভোগান্তি পোহাতে হবে তা বলাই অপেক্ষা রাখে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন