করোনা আবহে বড় বিপর্যয়ের সম্মুখীন সুইগি-জ্যোমাটোর মতো অ্যাপ নির্ভর খাবার ডেলিভারি সংস্থার কর্মচারীরা। সূত্রের খবর, একধাক্কায় এই দুই সংস্থা তাদের ডেলিভারি বয়দের বেতন কমিয়ে দিয়েছে অনেকটাই। আর এই কারণে মাসিক বেতনের উপর এর বিরাট বড় ধাক্কা নেমে এসেছে।
সুইগি হোক বা জ্যোমাটো, এই দুই সংস্থার কর্মীদেরই রোজগার মূলত হয় ইনসেন্টিভ ও ডেলিভারি পিছু আয় থেকে। কোপ পড়েছে এই দু-য়েই। অতিমারির দুই ঢেউয়ের কোপে খাবার ডেলিভারি ব্যবসাও প্রভূত মন্দার মুখ দেখেছিল। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমে আসায় সেই ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে এই ব্যবসা। এরই মধ্যে বড়সড় ধাক্কা খেলেন এই পেশার সঙ্গে জড়িত কয়েক হাজার কর্মচারী। যাঁরা অনেকে সংসার চালানোর জন্যই এই কাজ করে থাকেন। কেউ আবার মন্দার বাজারে চাকরির পাশাপাশি দু-টো টাকা বেশি রোজগারের জন্য এই কাজ করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন