শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই। বার বার অনিয়মের অভিযোগ এনেছেন চাকরিপ্রার্থীদের বড় অংশ। অনিয়মের প্রতিবাদে একাধিকবার আন্দোলনে নামতে দেখা গিয়েছে চাকরিপ্রার্থীদের।
এসএসসি-র চাকরিপ্রার্থীদের আন্দোলনের জের। আবেদনের ভিত্তিতে নিয়ম মেনে নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর একথা জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। মেধা তালিকায় নাম থাকার পরেও তাঁদের নিয়োগ করা হয়নি বলে অভিযোগ তুলেছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য আবেদনকারীদের একাংশ। সল্টলেকে সেন্ট্রাল পার্কের কাছে ১৮৭ দিন ধরে অনশন চলেছে এই সমস্ত চাকরিপ্রার্থীরা।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও কমিশনের সচিব সেই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এছাড়া ছিলেন রাজ্যে স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতরে প্রধান সচিবও। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, অর্থাৎ যাঁরা অভিযোগ করছেন যে, মেধাতালিকায় নাম থাকার পরেও তাঁদের নিয়োগ করা হয়নি বা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন দমিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন-তাঁদের বিষয়গুলি খতিয়ে দেখবে সরকার। তাঁদের অভিযোগগুলি খতিয়ে দেখা হবে বলে বৈঠক শেষে জানান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার।
তিনি বলেন, তাঁদের অভিযোগগুলি কী রকম তার একটা বিশ্লেষণ করা হবে। তাঁদের মধ্যে যাঁদের সত্যি সত্যিই সমস্যা হয়েছে, তাঁরা অ্যাগ্রিভড- সেটা দেখা হবে। দুই নম্বর হচ্ছে, তাঁদের কীভাবে বা কতজনকে অ্যাকমোডেট করা যায় আইন মেনে, ন্যায্যভাবে সেটা আমাদের বিষয় রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন