পশ্চিমবঙ্গ সরকারের তরফে পুলিশ পুরস্কারের জন্য নাম মনোনীত করল রাজ্য স্বরাষ্ট্র দফতর। প্রতিবছর আইপিএস আধিকারিকদের কাজের ভিত্তিতে তাঁদের পুরস্কৃত করা হয়। এবার সেই তালিকা নাম রয়েছে কলকাতার নগরপাল সৌমেন মিত্রর।
'পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস'-এর সম্মান দেওয়া হচ্ছে আইপিএস পীযূষ পাণ্ডে এবং আইপিএস ডিপি সিংকে। এখন পীযূষ পাণ্ডে রয়েছেন এডিজি (কারা)-র দায়িত্বে এবং ডিপি সিংহ উত্তরবঙ্গের আইজি। প্রশংসনীয় কাজের জন্য পদক পাচ্ছেন মোট সাত জন আইপিএস অফিসার। আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে এঁদের প্রত্যেককে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন