উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই। অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। আর মামলার পর মামলায় বারবার আটকে গিয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়া। আদালতের নির্দেশ মেনে সেই প্রক্রিয়া নতুন করে শুরু হলেও এ বার বিজ্ঞপ্তিতে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, যে সব চাকরি প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ রয়েছে, তাঁদের অভিযোগ জমা দিতে বলা হয়েছিল।
গত কাল, মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়, অভিযোগের শুনানি শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। সল্টলেকে কমিশনে দ্বিতীয় ক্যাম্পাসে সেই শুনানি হবে বলে জানানো হয়। কমিশনের দফতরের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়, ডিকে ৭/২, সল্টলেক, সেক্টর ২, কলকাতা, ৯০০০৯১। কলকাতার পিনকোড '৭০০' দিয়ে শুরু হয় অথচ '৯০০' দিয়ে পিনকোড শুরু হয়েছে বিজ্ঞপ্তিতে। সেই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে। হাইকোর্টের যে কেস নম্বরের উল্লেখ রয়েছে সেই বিজ্ঞপ্তিতে, সেটিও ভুল বলে আভিযোগ চাকরিপ্রার্থীদের। এই অভিযোগ সামনে আসার পর তড়িঘড়ি বিজ্ঞপ্তি বদলে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। সেখানে আবার তারিখ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন