বঙ্গে কবে থেকে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান? এই নিয়ে প্রশ্ন ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশের। এমন সময় রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। করোনার তৃতীয় ঢেউ মারাত্মক আকার না নিলে পুজোর পরই খুলতে পারে স্কুল।
মুখ্যমন্ত্রী বলেন, 'পুজো এসে গিয়েছে। পুজোর ছুটির নিয়মে এমনিতেই ভাই ফোঁটা পর্যন্ত স্কুল ছুটি থাকে। এখন আমাদের রাজ্যের পরিস্থিতি ঠিক আছে। কিন্তু তৃতীয় ঢেউ চলে এলে তো কিছু করার নেই। অন্যান্য অনেক রাজ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। কেরল, মহারাষ্ট্রে প্রতিদিন সংক্রমণের হার বাড়ছে। আমরাও চাই ছাত্রছাত্রীরা স্কুলে যাক।' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর পর সম্পূর্ণ জীবাণুনাশের কাজ করেই স্কুল খোলা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন