পরিকল্পনা চলছিল অনেকদিন আগে থেকে। এবার বিজেপি বিরোধীদের একজোট করতে এবার উদ্যোগী হলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছ। ওই সূত্র থেকে জানা গিয়েছে, দেশের বিজেপি বিরোধী নেতাদের নিয়ে একটি ডিনার পার্টির আয়োজন হতে চলেছে সোনিয়া গান্ধীর তরফেদ।
সংসদে বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের খুব সক্রিয়ভাবে দেখা যাচ্ছে। রোজই সংসদ অচল করে রেখেছে বিরোধীরা। একদিকে পেগাসাস নিয়ে তদন্তের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। এর পাশাপাশি অন্যদিকে কেন্দ্রের তৈরি করা তিনটি কৃষি আইন বাতিলের দাবি তুলেছে তারা। এই পরিস্থিতিতে রোজই দফা দফায় বন্ধ হয়েছে অধিবেশন। বৃহস্পতিবার বিরোধী নেতাদের একটি দল রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন