বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়তে প্রস্তুত। এমন আবহে ফে একবার নেটমাধ্যমে লম্বা পোস্ট। আগের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের রাস্তায় হাঁটলেন বিজেপির পরাজিত প্রার্থী রুদ্রনীল ঘোষ। সোমবার, মুখ্যমন্ত্রী ২৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। রুদ্রনীল হিসেব কষে দেখিয়ে দিয়েছেন, এতে খরচ হবে ২৫০০০× ৫,০০০০০= ১২৫ কোটি টাকা।
এর পরে তিনি আরও বলেন- করোনা, চুরি, বেকারত্ব, স্বাস্থ্য, শিক্ষার অব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। সাফ জানিয়েছেন, 'মানুষ আবার ক্ষমতায় এনেছেন বলে মানুষের টাকা দিয়ে যা খুশি করবেন না দয়া করে। শিক্ষিত বেকার ছেলেমেয়েদের চোখের জল আছে এই টাকায়। ক্লাবের ফুর্তি বা আনন্দের বিনিময়ে তাদের হাতে রাখতে আর ভোট কব্জা করতে এই টাকার ব্যবহার বন্ধ করুন। বাংলা যে বিপদে আছে তা সব থেকে বেশি আপনি জানেন।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন