উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে কমিশনের গড়িমসিকে নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর ৪ মাস অতিক্রান্ত, করোনা পরিস্থিতিও প্রায় বাগে চলে এসেছে। এরপরও কমিশনের নীরব কেন? সোমবার ফের একবার সেই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি এ দিন নবান্নে আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠক হয়। এই বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাজেটে ঘোষণা অনুযায়ী রাজ্যে সাঁওতালি এবং অলচিকি ভাষায় ৫০০টি স্কুল খোলা হবে। এর পাশাপাশি ইংরেজি ভাষায় একশোটি স্কুলও খুলবে রাজ্য সরকার। রাজবংশী ভাষাতেও ২০০টি স্কুল খোলা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন