করোনা আবহেই বড় সিদ্ধান্ত। আগামী ১লা অক্টোবর থেকে দেশ জুড়ে চালু হতে চলেছে নতুন ওয়েজ কোড। গত ১ এপ্রিল থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। সমস্ত জটিলতা কাটিয়ে অক্টোবর থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম। আর তাতে কাজের সময় আট ঘণ্টা থেকে বেড়ে ৯-১২ ঘণ্টা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হাতে পাওয়া বেতনের কাঠামোতেও পরিবর্তন আসবে বলে জানা যাচ্ছে।
আগামী ১ লা অক্টোবর থেকে এই নতুন নিয়মে কর্মীদের বেতন কাঠামোর ক্ষেত্রে বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে। হাতে পাওয়া বেতন বা টেক হোম স্যালারি বেশ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কাজের সময়, অভারটাইম বা অতিরিক্ত সময়ের কাজ, ব্রেকের সময়ের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। তবে পুরো বিষয়টিগুলির ওপর এই মুহূর্তে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। শ্রমমন্ত্রকের দাবি, নতুন এই আইন শ্রমিকদের কথা ভেবে তৈরি হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন