রাজ্য সহ দেশজুড়ে কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে প্রায় সব রাজ্যই। এই পরিস্থিতিতে 'জহর নবোদয় বিদ্যালয়'-গুলি জানিয়েছে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে তবে ৫০ শতাংশ পড়ুয়াদের নিয়ে।
যদিও স্কুল খোলার কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি জেএনভি কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হয়েছে স্কুল খুললেও তাদের অনলাইন ক্লাস যেমন চলছে তাও চালু থাকবে। জেএনভি-র তরফে জানানো হয়েছে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে কাউন্সেলিং ও অন্যান্য পরিকাঠামো তৈরির কথাও ভাবছে তারা।
এদিকে, দিল্লিতে আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। ষষ্ঠ থেকে ৮ম শ্রেণির ক্লাস শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বৃহস্পতিবার জানিয়েছিলেন, তাঁর সরকার করোনা বিধি মেনে ধাপে ধাপে ক্লাস চালু করতে চায়। দিল্লি সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটিও এই সুপারিশ করেছে বলে জানান তিনি। এর পরেই দিল্লির শিক্ষা দফতর, ডিডিএমএ-সহ সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকেরা ধাপে ধাপে স্কুল খোলার নির্দেশ স্থির করতে সক্রিয় হন।
ডিডিএমএ সূত্রের খবর, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া স্কুল খোলার বিষয়ে সরকারি ভাবে সিদ্ধান্ত ঘোষণা করবেন। যদিও পঞ্চম শ্রেণি বা তার নীচের ক্লাসগুলির চালুর বিষয়ে পরবর্তী পর্যায়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন