লকডাউনের কারণে কমানো হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার পাঠ্যক্রম। এদিন জানিয়ে দেওয়া হল প্রত্যেকটি বিষয়েই ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস ছেঁটে দেওয়া হয়েছে। মূলত গতবারেও ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাসও বাদ দেওয়ার কথা জানিয়েছিল পর্ষদ। সেই মতই এবারেও একই সিলেবাস রাখা হল।
পর্ষদের তরফে নির্দেশিকায় কোন বিষয়গুলি থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে ব্যাখ্যা মূলক প্রশ্ন থাকলেও সংক্ষিপ্তধর্মী বা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নই বেশি থাকবে। সে ক্ষেত্রে ৯০ নম্বরের পরীক্ষা ধরেই প্রশ্নপত্রের বিভাজন দেওয়া হয়েছে পর্ষদের নির্দেশিকায়। ঠিক আছে পরীক্ষা কবে হবে সেই বিষয়ে পর্ষদের তরফে নির্দিষ্টভাবে কিছু জানান হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন