বহু বছর পরে এক ফ্রেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। শুক্রবার এমনই এক মুহূর্তের সাক্ষী হল গোটা ভারত। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ, দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা গেল ভারতীয় জনতা পার্টির এই দুই নেতাকে। লালকৃষ্ণ আডবাণী বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি অটলবিহারী বাজপেয়ীর জমানায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এমনকী, শেষের দিকে উপ-প্রধানমন্ত্রীও হয়েছিলেন।
তার পর শুক্রবার সোমনাথ মন্দিরের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন বিজেপির একাধিক নেতারা। সেখানে একদিকে মোদী যেমন ছিলেন, অন্যদিকে ছিলেন লালকৃষ্ণ আডবাণী। মোদী ভাষণ দেওয়ার শুরুতে লালকৃষ্ণ আডবাণীকে শ্রদ্ধা জানান। এর পর বাকিদের নাম উল্লেখ করেন। তাই রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তাহলে আডবাণী ও মোদীর মধ্যে দূরত্ব কমে যাচ্ছে ? জনপ্রিয়তা হারাচ্ছেন বলেই কি দলে পুরনোদের গুরুত্ব দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন