নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এ বার থেকে প্রত্যেক ১৫ দিন অন্তরই এসএসকেএম হাসপাতালে দেখতে পাওয়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন? প্রধানত দু-টি বিষয়কে পাখির চোখ করে প্রতিমাসে একাধিকবার এসএসকেএম হাসপাতালে যাবেন তিনি।
এদিন সাংবাদিকরা তাঁর পায়ের অবস্থা নিয়ে জানতে চাইলে মমতা জানান, গত সপ্তাহে হাড়ের পরীক্ষা হয়েছে। আপাতত ব্যথা নেই, তবে পা ফুলে রয়েছে। প্রসঙ্গত, এপ্রিল মাসে নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে দুর্ঘটনায় পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। তারপর বেশ কয়েকদিন পায়ে প্লাস্টার নিয়ে হুইল চেয়ারে বসেই ভোটের প্রচার করেন। গত সপ্তাহে সন্ধেবেলাই তাঁকে এসএসকেএমে যেতে দেখে অনেকেই ভেবেছিলেন, তিনি পায়ের চিকিৎসার জন্য গিয়েছেন সেখানে। তাই আজ তাঁকে এই সম্পর্কিত প্রশ্ন করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন