এদিন, বৃহস্পতিবার নয়াদিল্লির সেনা হাসপাতালে অস্ত্রোপচার হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। চোখে ছানির সমস্যায় তিনি ভুগছিলেন। আজ সকালে সেই ছানিরই অপারেশন হল।
রাষ্ট্রপতি ভবন সূত্রে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দে বৃহস্পতিবার সকালে দিল্লির সেনা হাসপাতালে চোখের ছানি অস্ত্রোপচার করা হয়েছে। ছানি অপারেশন একদম ঠিক ভাবে হয়েছে এবং তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।'
প্রসঙ্গত, গত মার্চে তিনি বুকে ব্যথা নিয়ে সেনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। ফলত তার পরবর্তী পর্যায়ে যে শারীরিক পরিস্থিতি নিতান্তই কাকতালীয় নাকি কোনও সমস্যা হয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল সেবার। তবে রাষ্ট্রপতিভবন যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে গোটা বিষয়টিকে 'রুটিন চেকআপ'-এর শব্দবন্ধের মধ্যেই রাখা হয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন