বঙ্গে করোনার গ্রাফে ওঠাপড়া অব্যাহত। কখনও সংক্রমণের হার কমছে, তো কোনও দিন উদ্বেগ বাড়িয়ে তা খানিকটা বাড়ছে। মৃত্যুহারেও একই রকম হেরফের। স্বাস্থ্যদফতরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৭৫৮ জন। বৃহস্পতিবার যা ছিল ৭৩২।
শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, আক্রান্তের নিরিখে রাজ্যে প্রথম তিনে রয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনা, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৮৯, ৮৮ ও ৮৬। দার্জিলিং ও জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৯ ও ৩৫। ৪৯ জন সংক্রামিত হয়েছেন পশ্চিম মেদিনীপুরে। রাজ্যে সংক্রমণ হার ১.৬০%। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৯,৬৩৫ ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন