সময় যত এগোচ্ছে ক্রমশ খারাপ হচ্ছে কাবুলের পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো দেখে শিওরে উঠছেন অনেকে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে দেশ ছাড়ার জন্য কাবুল বিমান বন্দরে কাতারে কাতারে মানুষের ভিড়। অন্য একটি ভিডিয়ো এর থেকে আরও ভয়ঙ্কর। যাতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে বিমান থেকে পড়ে যাচ্ছেন বেশ কয়েকজন মানুষ।
রবিবারই কাবুলের দোরগোড়ায় তালিবান উপস্থিত হওয়ার পরেই বোঝা গিয়েছিল অপেক্ষা আর সামান্যই। পরবর্তীতে আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি ইস্তফা দেন। তারপরই আফগানিস্তানে তালিবান শাসনের নয়া অধ্যায়ের সূচনা হয়। এই পরিস্থিতিতে প্রাণ হাতে করে দেশ ছাড়তে মরিয়া প্রত্যেকে। কাবুল বিমানবন্দরে উপচে পড়ছে ভিড়।
এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়া আদৌ সম্ভব হবে কি না, এভাবে যাত্রা প্রাণঘাতী হবে কি না, তা না ভেবেই বিমানে চড়েছিলেন বহু মানুষ। তাঁদের নিয়ে কাবুল বিমানবন্দর থেকে বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিপত্তি। উড়ন্ত টায়ার থেকে পড়ে গেলেন ২ জন। মৃত্যু হয়েছে তাঁদের। মর্মান্তিক ওই ঘটনার ভিডিও দেখে শিউড়ে উঠছেন প্রত্যেকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন