এখনও করোনা মুক্ত হতে পারেনি দেশ। যদিও পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এমন আবহে পুজোর পর স্কুল খোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পরিকাঠামো সংক্রান্ত খুঁটিনাটি তথ্য চেয়ে পাঠালেন বিদ্যালয় পরিদর্শকরা (ডিআই-প্রাথমিক ও মাধ্যমিক)।
তাঁদের বক্তব্য, করোনা আবহে প্রায় দেড় বছর স্কুল বন্ধ।
রাজ্যে সরকার 'পুনরায় স্কুল খোলার উদ্দেশ্যে পরিকাঠামো সমীক্ষা'য় নির্দিষ্ট ফরম্যাটে স্কুলের নাম, ঠিকানা, বিদ্যালয় প্রধানের নাম ও ফোন নম্বর-সহ স্কুলে শ্রেণিকক্ষ, পানীয় জল সরবরাহের উৎস এবং শৌচাগারের অবস্থা জানতে চাওয়া হয়েছে। কোনওটা সারানোর প্রয়োজন কি না, থাকলে আনুমানিক খরচ কত, তার বিশদ হিসাবও চাওয়া হয়েছে। একই সঙ্গে মিড ডে মিলের রান্নাঘর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, চেয়ার, টেবিল এবং বেঞ্চের সংখ্যা ও প্রয়োজনীয়তা-সহ নানা বিষয়ে পর্যাপ্ত তথ্য ও প্রয়োজনীয় অর্থের নথি পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া স্কুল সাফাই ও স্যানিটাইজেশনের জন্য আনুমানিক খরচ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন