কাবুল বিমানবন্দরে বহু ভারতীয়-সহ ১৫০ জনকে মুক্তি দিল তালিবান। যদিও এই অপহরণের খবর অস্বীকার করে এসেছে তালিবান। সূত্রে পাওয়া খবর অনুসারে, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ঢোকার সময় তাঁদের অপহরণ করে তালিবান। বেশ কয়েক ঘণ্টা বাদে অপহৃতদের মুক্তি দেয় তারা।
এর পাশাপাশি, কাবুল থেকে ভারতীয় বায়ু সেনার বিমান ৮৫ জনকে এয়ার লিফট করে শনিবার সকালে। সেই সময় বিমানবন্দরে হাজির ছিলেন আরও বহু ভারতীয়। প্রথম এয়ার লিফটের পরই ঘটে অপহরণের ঘটনা। তারপর বেশ কয়েক ঘণ্টার উত্কন্ঠা শেষে জানা যায়, জিজ্ঞাসাবাদের পর অপহৃতদের মুক্তি দিয়েছে তালিবান। এ দিকে ৮৫ জনকে এয়ার লিফট করার পর বায়ুসেনার ছোট বিমান নিরাপদে তাজিকিস্তানের দুশানবে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। দুশানবে থেকে বড় বিমানে তাঁদের ভারতে ফেরানো হবে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন