১৯ বছর আগের যে লিডসে ভারতীয় ব্যাটিংয়ের গৌরবগাঁথা লেখা হয়েছিল, বুধবার সেখানেই মহা বিপর্যয় ঘটে গেল ভারতীয় ব্যাটিংয়ের। ১৯ বছর আগে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মধ্যেই ইংল্যান্ডের বোলিং আক্রমণকে ঠেকিয়ে প্রথম ইনিংসে ছ-শো তুলে ফেলেছিল ভারত।
অ্যান্ডারসনদের দাপটে মাত্র ৭৮ রানেই অলআউট হল ভারতীয়। তারপর দুই ওপেনারের দুরন্ত ব্যাটিংয়ে কোনও উইকেট না হারিয়ে অতি সহজেই ভারতের রান টপকে গেল ইংল্যান্ড। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ইংল্যান্ডের রান ৪২ ওভারে বিনা উইকেটে ১২০। ক্রিজে দুই ওপেনার রোরি বার্নস (৫২*) এবং হামিদ (৬০*)। আর প্রথম ইনিংসে এখনই ইংরেজরা এগিয়ে ৪২ রানে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন