ভারতীয় গ্রামীণ ডাক সেবক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তরাখণ্ড ডাক সার্কলের জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ৫৮১টি শূন্যপদ পূরণ করার জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা উত্তরাখণ্ড ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২০২১-এর ২৩ অগাস্ট থেকে। আবেদনের শেষ তারিখ ২০২১-এর ২২ সেপ্টেম্বর।
ডাক বিভাগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকারের স্বীকৃত স্কুল বা বোর্ড থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। মনে রাখতে হবে পড়াশোনায় ইলেকটিভ বিষয়ে যেন গণিত, আঞ্চলিক ভাষা এবং ইংরেজি থাকে। গ্রামীণ ডাক সেবক নিয়োগের বাধ্যতামূলক শিক্ষাগত যোগ্যতা এটাই। চাকরি প্রার্থীকে অন্তত দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষায় পড়াশোনা করতে হবে। রাজ্য সরকার কর্তৃক ভারতের সংবিধানের চতুর্থ তফসিলির সাংবিধানিক নিয়ম অনুসারে স্থানীয় ভাষায় পড়াশোনাকে শিক্ষাগত যোগ্যতায় যুক্ত করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন