নয়া উদ্যোগ নবান্নর। গাড়িতেই বসানো ওজনযন্ত্র, আলো, রেশন ডিলারের বসার জায়গা, পাখা। পিছন দিক থেকে সাজানো একাধিক ডালা। তার কোনওটাতে থাকবে চাল, কোনওটাতে ডাল, কোনওটাতে গম। আপনার বাড়ি বাড়ি এই চাল-ডাল-গমের ডালা সাজিয়েই হাজির হবে বিশেষ ধরনের এই নয়া গাড়ি। ভাবছেন, সে আবার কী?নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিতলে তাঁর সরকার এবার রেশন পৌঁছে দেবে দুয়ারে।
কিন্তু গাড়িগুলোর তো দাম যথেষ্ট! সব ডিলারের কি তা কেনার সামর্থ্য আছে? বিষয়টি নিয়ে গত সপ্তাহে খাদ্যশ্রী দিবসের দিন খাদ্য ভবনে বৈঠক হয়। ছিলেন তিনটি গাড়ি নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা। সূত্রের খবর, সব সংস্থাই এই ধরনের গাড়ির জন্য ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকা দর দিয়েছে। তার মধ্যে এক লক্ষ টাকা সরকার দেবে বলেই ভাবা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন