চাকরি থেকে অবসরের পর চাকরির মেয়াদ আর বাড়ানো হবে না। ইতিমধ্যে এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নবান্ন। এক্ষেত্রে রাজ্য সরকার নতুন নিয়োগ ও বর্তমানে সরকারের বিভিন্ন পদে কর্মরতদের উন্নীত করে সেই শূন্যস্থান পূরণ করতে চাইছে। বয়সে নবীন তথা কর্মঠদেরকর্মী ও আধিকারিক হিসেবে তুলে আনতে চাইছে রাজ্য সরকার। সে জন্য অবসরের পরেও মেয়াদ বৃদ্ধি করে সরকারি দফতরের বিভিন্ন দায়িত্বে থাকা আধিকারিক ও কর্মীদের অব্যাহতি দিতে চাইছে সরকার।
চলতি মাসের ১৯ তারিখে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে সরকার। সরকারি কর্মীদের জন্য জারি করা সেই বিজ্ঞপ্তির সঙ্গে একটি ফর্মও দেওয়া হয়েছে। সেখানে ইচ্ছুক কর্মীদেরতাঁদের কর্মজীবনের বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। আবেদনপত্রে দাখিল করা বিভিন্ন তথ্যের সপক্ষে প্রামাণ্য নথিও দিতে বলা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে জারি হওয়া এই আবদেনপত্রটি চলতি মাসের ৩০ তারিখের মধ্যে অর্থ দফতরে জমা দিতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন