রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে বৈঠকের পর চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নার্সদের দায়িত্ব এবং সম্মান বৃদ্ধির সিদ্ধান্ত কথা বললেন তিনি।
নার্সরা সাধারণত ছোটখাটো 'মেডিক্যাল সিদ্ধান্ত' নিতে পারেন না। তাঁদের চিকিৎসকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। প্র্যাকটিশনার নার্স হলে চিকিৎসা সংক্রান্ত বহু সিদ্ধান্ত সিস্টাররা নিজেরাই নিতে পারবেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এহেন ঘোষণায় খুশি নার্স মহল। রাজ্য বহু দিন ধরেই মহিলাদের পাশাপাশি পুরুষদেরও নার্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবার সেই ব্যবহার আরও বাড়ানোর হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার চিকিৎসকদের অভাব মেটাতে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোয়াক বা হাতুড়েদের ব্যবহারের ভাবনাচিন্তা করছে সরকার। এবার সেই পথে আরও এক ধাপ এগো্লেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোয় কোয়াক বা হাতুড়েদের কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন কাজ করেছেন। আমরাও এনিয়ে কাজ করেছি। এবার তাঁদের প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের কাজে লাগানো হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন