বিধিনিষেধের মেয়াদ বাড়ল, তবে শিথিল হল আগল। করোনা সংক্রমণ রুখতে রাজ্যে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কোভিডের হার এই মুহূর্তে আয়ত্ত্বে থাকায় নৈশকালীন বিধিনিষেধ কিছুটা কমানোর কথাও জানিয়েছেন তিনি। এবার থেকে রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। এতদিন পর্যন্ত রাত ৯ টা থেকে জারি হয়ে যেত নৈশকালীন বিধিনিষেধ।
এদিকে বিধিনিষেধের মেয়াদের মধ্যে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে না বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার জেরে ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধই থাকছে স্টাফ স্পেশাল ছাড়া লোকাল ট্রেন পরিষেবা।
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকে প্রশ্ন করছেন লোকাল ট্রেন কেন চলছে না? টিকা কিছুটা না দিতে পারলে গ্রামেগঞ্জে এর প্রকোপ বাড়বে। আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য মেট্রো, বাস চালু করে দেওয়া হচ্ছে। জীবনের চেয়ে বেশি দামি কিছু নয়। আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে বন্ধু। লোকাল ট্রেন চালাতে আরও কিছুদিন সময় নিচ্ছি। তৃতীয় ঢেউয়ের বিষয়টি দেখছি। ট্রেনে বললাম নিয়ম মেনে যান। দেখলাম নিয়ম মেনে তো দূরের কথা গাদাগাদি করে লোক যাচ্ছে। অগাস্টের ৩১ তারিখ পর্যন্ত থাকবে। থিয়েটার খুলে দিচ্ছি। সুইমিংপুল খুলছে। সাধারণ মানুষের দাবি মেনে ১১ থেকে সকাল ৫টা পর্যন্ত থাকবে। এতে মানুষের কোনও অসুবিধা হবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন