করোনা আবহে গতবার দুর্গাপুজো নিয়ে দেখা গিয়েছিল জটিলতা। আদালতের নির্দেশ মেনে বিধিনিষেধে পুজো করেছিলেন উদ্যোক্তারা। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এবারও পুজো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এই পরিস্থিতিতে জাঁকজমকপূর্ণ পুজো চান না শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
নাকতলা উদয়ন সংঘের পুজোর থিম কী হবে, তা নিয়ে পুজোর কয়েক মাস আগে থেকেই চর্চা শুরু হয়ে যায়৷ ব্যয় বহুল মণ্ডপ, অভিনব ভাবনা ফুটিয়ে তোলা থেকে শুরু করে সেলিব্রিটিদের দিয়ে পুজোর প্রচার, নাকতলা উদয়ন সংঘের পুজোয় কোনও আয়োজনেরই অভাব থাকে না। নামী এই পুজোয় অভাব থাকে না বিজ্ঞাপণ, স্পন্সরদের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সমস্ত কিছুরই বিরোধী পার্থ চট্টোপাধ্যায়। নাকতলা উদয়ন সংঘের পুজোর সঙ্গে যুক্ত বাকি কর্মকর্তাদেরও তিনি জানিয়ে দিয়েছেন রাজ্যের শিল্প মন্ত্রী।
এ দিন বিধানসভায় তিনি বলেন, বড় পুজো এবার করতে পারব না। নাকতলা উদয়ন সংঘের সদস্যদেরও এ কথা জানিয়ে দিয়েছি। বাকিরা কে কী করবে আমি জানি না, কিন্তু বড় পুজোয় আমি নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন