রাজ্যে কোভিড বিধি-নিষেধের সময়সীমা বাড়ল আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। শনিবার নবান্নে তরফে যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে, সেখানে লোকাল ট্রেন চালু করার কোনও উল্লেখ সেখানে নেই। এমনিতেই বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারার সম্ভাবনা নিয়ে। উৎসবের মরশুমে সেই তরঙ্গ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ফের বাড়ানো হল বিধি-নিষেধের মেয়াদ।
পুজোর ছুটির পর রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ নিয়ন্ত্রণ বলবৎ থাকছে। ছাড় দেওয়া হয়েছে স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও অত্যাবশ্যকীয় পণ্যের গাড়িকে। লোকাল ট্রেনের উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। ফলে লোকাল এখনই চলছে না বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন, গ্রামে ৫০ শতাংশ টিকাকরণ না হওয়া পর্যন্ত ট্রেন চলবে না। ১৮ অগাস্ট তিনি বলেছিলেন,'গ্রামগুলিকে ৫০ শতাংশ টিকা দিতে পারলে কিছুটা নিশ্চিন্ত হয়ে লোকাল ট্রেন চালু করব।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন