অবশেষে সাধারণ বদলি বা পারস্পরিক বদলির ক্ষেত্রে নিয়ম বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বদলি চাওয়া শিক্ষক-শিক্ষিকাদের চার সপ্তাহের মধ্যে এনওসি দিতে হবে বলে জানান হয়েছে। বদলির আবেদনের চার সপ্তাহের মধ্যে নো-অবজেশন সার্টিফিকেট দিতে বাধ্য থাকবে স্কুল। বদলির নিয়ে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যকে বিধি রূপায়ণ করতে পরামর্শ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, এনওসি টালবাহানায় সমস্যায় পড়তে হয় শিক্ষক-শিক্ষিকারা। বদলির ক্ষেত্রে নিয়ম হচ্ছে, সংশ্লিষ্ট স্কুলে এনওসি চেয়ে আবেদন করবেন শিক্ষক-শিক্ষিকারা। সেই আবেদন মঞ্জুর করার প্রশ্নে কোনও সময়সীমা উল্লেখ করা ছিল না। রাজ্যের শিক্ষা দফতরও কোনও বিধি নেই এই মর্মে। ফলে অনেক ক্ষেত্রেই হয়রানির মুখে পড়তে হয় শিক্ষক শিক্ষিকাদের। আর সমস্যা বাড়তে থাকায় হাইকোর্টে জমে মামলার পাহাড়। আর এতেই বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই সমস্যার আশু সমাধানে রাজ্যের শিক্ষা দফতরকে বিধি তৈরি করতেও পরামর্শ দিয়েছে হাইকোর্টের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন