সংগ্রামপুর বিষমদ কাণ্ডে দোষী খোঁড়া বাদশার যাবজ্জীবন কারাদণ্ড। সোমবার আলিপুর আদালতের ষষ্ঠ জেলা বিচারক পুষ্পল সৎপতি তার সাজা ঘোষণা করেন। শনিবার তাকে দোষী সাব্যস্ত করে আদালত। খোড়া বাদশার বিরুদ্ধে ২৭৩, ৩০২, ৩২৬, ৩২৮ এবং ৪৬(এ) ধারায় মামলা রুজু হয়েছিল।
গত শনিবার এই মামলার সাজা ঘোষণা করে খোঁড়া বাদশাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন