পশ্চিমবঙ্গের তফশিলিদের জন্য সবরকম উন্নয়নের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। বুধবার এমনই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের সভাঘরে তফশিলি জাতি কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর দাবি, "আমরা যা করেছি কোনও রাজ্য তা করতে পারেনি।" মমতার দাবি, সারা দেশে প্রথম তফসিলি জাতি কাউন্সিল তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ২৩.৫১ শতাংশ তফশিলি জাতির মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে ২২ শতাংশকে চাকরিতে সংরক্ষণ করেছেন। ২০১১ সালে তফশিলি জাতিদের জন্য ৩৬০ কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই বাজেট বরাদ্দ বাড়িয়ে ২১৭২ কোটি টাকা করা হয়েছে। এর পাশাপাশি তিনি আরও বলেন, তফশিলি জাতিভুক্ত ৪০ হাজার মানুষ পেনশন পান এখন। তাছাড়া ২৫ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত তফশিলি জাতিভুক্ত মেয়েদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসে এক হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন