তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তরুণদের উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনীতিতে তরুণ প্রজন্মকে, বিশেষ করে মেয়েদের এগিয়ে আসার ডাক দিলেন তিনি। সেইসঙ্গে স্বপ্ন সামনে রেখে সরকারি চাকরির ভরসায় বসে না থেকে যে কাজের সুযোগ পাওয়া যাবে, তাকেই আঁকড়ে ধরে এগিয়ে চলার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বললেন, সরকারি চাকরি ছাড়া করব না, এটা ভাববেন না, যা পাবেন তাই করবেন।
রাজনীতি ও কর্মের জগতে মেয়েদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, মেয়েদের উদ্দেশ্য যেন পাস করে, বিয়ে করে নেওয়া যেন না নয়। কারণ, মেয়েরা এখন অনেক এগিয়ে গেছে।
এর পরে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতি বছর ৫০০ জন পড়ুয়াদের CMO অর্থাৎ মুখ্যমন্ত্রীর দফতরে কাজের সুযোগ করে দেওয়া হবে। এই দফতরের ফিল্ডওয়ার্কের জন্য তাদের ইন্টার্নশিপ(intership) করাবে রাজ্য সরকার। কাজের অভিজ্ঞতার পর তাদের পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে সুবিধার জন্য সার্টিফিকেটও দেবে নবান্ন। দলের ছাত্র সংগঠন TMCP-র প্রতিষ্ঠা দিবসে দলনেত্রীর নতুন ঘোষণা স্বভাবতই বাড়তি অক্সিজেন জোগাল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা মুখ্যমন্ত্রীর দফতর। আর সেই দফতরেই পড়ুয়াদের কাজের সুযোগ করে দিতে চান মু্খ্যমন্ত্রী। আসলে ছাত্রজীবন থেকেই যাতে প্রশাসনিক কাজকর্মের ধারণা গড়ে ওঠে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার ভারচুয়াল বক্তৃতায় মুখ্যমন্ত্রী জানান, "আমি ঠিক করেছি, প্রতি বছর CMO তে আমি ৫০০ জন করে ছাত্রছাত্রীকে ইন্টার্ন নেব। ডেভেলপমেন্টের কাজের জন্য তাদের ফিল্ডে পাঠানো হবে। তারপর তাদের কাজের অভিজ্ঞতার জন্য একটা সার্টিফিকেটও দেব। যাতে পরবর্তী চাকরিজীবনে তাদের সুবিধা হয়।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন