করোনার কারণে দেশ জুড়ে স্কুল,কলেজ বন্ধ। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আবেদন জানিয়ে কেন্দ্র ও রাজ্যকে চিঠি দিল মনোচিকিৎসকদের সংগঠন 'ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইট'।
অতিমারি পরিস্থিতি দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে স্কুল, কলেজে পঠনপাঠন বন্ধ থাকায় মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা, মূলত স্কুলের কমবয়সি ছাত্রছাত্রীরা। প্রি-প্রাইমারির বাচ্চাদের জন্য সপ্তাহে দু-দিন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য তিন দিন, এবং নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহে পাঁচ দিন (সোম থেকে শুক্র) খোলা যেতে পারে স্কুল।
এদিকে, দিল্লিতে আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। ষষ্ঠ থেকে ৮ম শ্রেণির ক্লাস শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বৃহস্পতিবার জানিয়েছিলেন, তাঁর সরকার করোনা বিধি মেনে ধাপে ধাপে ক্লাস চালু করতে চায়। দিল্লি সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটিও এই সুপারিশ করেছে বলে জানান তিনি। এর পরেই দিল্লির শিক্ষা দফতর, ডিডিএমএ-সহ সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকেরা ধাপে ধাপে স্কুল খোলার নির্দেশ স্থির করতে সক্রিয় হন।
ডিডিএমএ সূত্রের খবর, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া স্কুল খোলার বিষয়ে সরকারি ভাবে সিদ্ধান্ত ঘোষণা করবেন। যদিও পঞ্চম শ্রেণি বা তার নীচের ক্লাসগুলির চালুর বিষয়ে পরবর্তী পর্যায়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন