করোনা আবহে বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগামী বছরও কি পড়ুয়াদের নম্বরের প্রেক্ষিতেই মূল্যায়ন হবে? এখন থেকেই সেই নিয়েই জল্পনা চলছে।
তবে এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন, ২০২২ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
করোনা অতিমারীর দ্বিতীয় ধাক্কায় চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। আগের শ্রেণিতে পাওয়া নম্বরের ভিত্তিতেই মূল্যায়ন করে ফল প্রকাশ হয়েছে। করোনার প্রকোপে গত বছর মার্চ মাস থেকে স্কুল বন্ধ থাকায় এবার স্কুলের কোনও ক্লাসের পরীক্ষাই হয়নি। আগামী বছরও এই অবস্থা জারি থাকলে মূল্যায়ন কীভাবে হবে তা নিয়ে চিন্তিত মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এই পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ প্রসঙ্গে জানিয়েছেন, "পর্ষদ এবং সংসদ আমাদের কাছে নির্দিষ্ট কোনও প্রস্তাব এখনও পাঠায়নি। এই কারণে ২০২২-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন