বঙ্গ বিজেপিতে বড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে বললেন, বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলে যোগ দিলাম।
দীর্ঘদিন ধরেই তৃণমূলের স্থানীয় নেতা ছিলেন ব্যবসায়ী তন্ময়। একাধিক ব্যবসার মালিক তিনি। পাশাপাশি বিষ্ণুপুর তৃণমূলের শহর সভাপতি ছিলেন তিনি। হঠাৎ করে একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তন্ময়। গেরুয়া শিবিরে যোগদানের পরদিনই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন