চালু হয়েছে ১ মাস। আর এর মধ্যে 'উৎসশ্রী' প্রকল্পের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের বদলি শুরু হল রাজ্যে। মূলত শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি কাছাকাছি বদলির জন্য 'উৎসশ্রী' পোর্টাল চালু করে রাজ্য স্কুল শিক্ষা দফতর। অনলাইনের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের বদলির জন্য এই সুবিধা গত ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুটি পর্যায়ে (প্রাথমিক এবং সেকেন্ডারি) শিক্ষক-শিক্ষিকারা, শিক্ষাকর্মী ও প্রধান শিক্ষক শিক্ষিকারা জেনারেল ট্রান্সফার ও মিউচুয়াল ট্রান্সফারে সুযোগ পাবেন এই পোর্টালের মাধ্যমে।
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সেকেন্ডারি পর্যায় বদলির জন্য এখনও পর্যন্ত আবেদন জমা পড়েছে ২২৩১৭টি। যার মধ্যে ১৯৯২০জন শিক্ষক শিক্ষিকা সাধারণ বদলির জন্য আবেদন করেছেন। ৪৬৯ প্রধান শিক্ষিকা সাধারণ বদলির জন্য আবেদন করেছেন। ১৪২৩ জন শিক্ষাকর্মী সাধারণ বদলির জন্য আবেদন করেছেন। তবে, তুলনামূলকভাবে মিউচুয়াল ট্রান্সফারে আবেদনের সংখ্যা অনেকটাই কম। এর মধ্যে এখনও পর্যন্ত ৮৯৫ জনের বদলির নির্দেশ শিকা ইতিমধ্যেই জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যার মধ্যে ৮৭৪জন শিক্ষক-শিক্ষিকা ও ১৩জন প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকার নির্দেশিকা জারি হয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন