করোনার কারণে বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। চলতে থাকা এমন আবহে গত বছরই রাজ্য স্কুল শিক্ষা দফতর নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য 'টেলিফোনে ক্লাস' শুরু করেছিল। ইতিবাচক ফলাফল পাওয়ার পর এ বছর আরও এক ধাপ এগোল এই প্রকল্প নিয়ে রাজ্য সরকার।
কী ভাবে এই প্রকল্প চলবে সে বিষয়ে ব্যাখ্যা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ক্লাস চালানো হবে দুটি পর্যায়ে। মন্ত্রী বলেন "রবিবার বাদে সকাল ১০.৩০ থেকে বেলা দেড়টা পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য ক্লাস হবে। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত নবম-দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এই ব্যবস্থা থাকবে।" সে ক্ষেত্রে পুরো ব্যবস্থাটিকে পরিচালনার জন্য ১৩২৪জন শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন