জল্পনার অবসান। বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। শনিবার ফেসবুকে পোস্ট ঘিরে এই খবর ছড়িয়ে পড়ে।
গায়ক বাবুল রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার সময়েও গানের আশ্রয় নিয়েছেন। দীর্ঘ পোস্টের সঙ্গে দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান 'এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম...।' লেখার শেষেই শুধু নয় পোস্টের গোড়াতেও বাবুল লিখেছেন, 'চললাম...,অলবিদা...।'এই সিদ্ধান্ত তিনি কী ভাবে নিয়েছেন তা জানিয়ে বাবুল লিখেছেন, 'অন্য কোনও দলেও যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম কোথাও নয়।' একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁকে কেউ ডাকেওনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন