চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে প্রভাব দেখাতে শুরু করছে মৌসুমি বায়ু। ইয়াসের দুর্যোগ কাটার কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ নাগাড়ে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া গিয়েছে।
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে চলেছে। ৩ দিন বর্ষণের পর পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। প্রথম ৩ দিন বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, কলকাতার মতো জেলায়। ৩ দিন পর কমবে বৃষ্টিপাত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন