স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। রাজ্যে কার্যত লকডাউনের ফলে দৈনিক সংক্রমণ কমতে কমতে নয় হাজারের নিচে নেমে গেল। কমেছে মৃত্যুর সংখ্যাও। একইসঙ্গে রাজ্যে করোনা সুস্থতার হার বাড়ছে।
স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা ৮,৯২৩। গত ১৯ এপ্রিল ৮ হাজার ৪২৬ জন সংক্রামিত হয়েছিলেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ হাজার ১৬১ জনের। এর ফলে নমুনা পরীক্ষার বাড়লেও সংক্রমণ কমা ভালো লক্ষণ বলে মনে করছে অনেকেই। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১,০৪০। ১ হাজার ৮৬০ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়।
গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন ১৩৫ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৩৭। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩৮ ও ৪৩। ৬ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়া ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ১০ এবং ২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৭ হাজার ৩৮৬ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৩.৮৫%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ৭০ হাজার ১৫ জন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন