নিজের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে লিখে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। গোলপার্কের ফ্ল্যাট নিয়ে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই রীতিমতো বোমা ফাটালেন কলকাতার প্রাক্তন মেয়র। তিনি জানিয়ে দিলেন, নিজের সব সম্পত্তি তিনি লিখে দিয়েছেন বান্ধবীর নামে।
শোভন এবং বৈশাখীর বন্ধুত্ব নিয়ে বেশ কয়েক বছর চর্চা চলছে রাজনৈতিক মহলে। কখনও বিরোধীরা তীব্র কটাক্ষ করেছেন, তো কখনও আবার শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু কোনও সমালোচনা কিংবা কটাক্ষকেই গুরুত্ব দেননি শোভন-বৈশাখী। ভাল-মন্দে সবসময়ই একে অপরের সমর্থন জানিয়েছেন। আনন্দ যেমন একসঙ্গে সেলিব্রেট করেছেন, তেমন দুঃসময়েও পরস্পরের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। বুধবার সকালেই ভারচুয়াল জগতে এক নতুন ইনিংস শুরু করেছেন শোভন-বৈশাখী। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে জুড়ে গিয়েছে বন্ধু শোভনের নামও। শুধু নামই নয়, পালটে গিয়েছে তাঁর প্রোফাইল পিকচারও। ছবিতে হাসি হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন শোভন ও বৈশাখী। ক্যাপশনে লেখা 'The journey from Me to We begins…'। অর্থাৎ 'শুধু আমি থেকে আমাদের একসঙ্গে পথচলা শুরু।'
এখানেই শেষ নয়, নিজের সমস্ত সম্পত্তির উইল বৈশাখীর নামে করলেন শোভন। যে পদক্ষেপের ফলে শোভন-বৈশাখীর 'বন্ধুত্ব' অন্য মাত্রা পেল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। তাৎপর্যপূর্ণভাবে এমন একদিন এই ঘোষণা তিনি করেছেন, যেদিন নোটিশ পাঠান শোভনের শ্বশুর দুলাল দাসের ছোট ছেলে শুভাশিস। ওই নোটিশে বলা হয়েছে ৭ দিনের মধ্যে গোলপার্কের ফ্ল্যাট খালি করার জন্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন