মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হওয়া নিয়ে জটিলতা এখনও কাটেনি। পরীক্ষা বাতিল হলে মূল্যায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে চিন্তিত পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের সঙ্গে কলেজে ভর্তি এবং অন্যান্য উচ্চ শিক্ষার বিষয় অনেকটাই নির্ভর করে।
সিআইএসসিই এবং সিবিএসই অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বরের ভিত্তিতে একটি বিজ্ঞানসম্মত গড় বের করবে বলে আশ্বাস দিয়েছে। আর ঠিক এখানেই পিছিয়ে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। তাদের কোনও পরীক্ষাই হয়নি। তাহলে কীসের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে, ইতিমধ্যে উঠছে সেই প্রশ্ন। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেন, কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু একজন শিক্ষক হিসেবে আমার দাবি, গতবছর বিএ বা এমএ পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিকও পরীক্ষার্থীরা বাড়িতে বসেই দিক। অ্যাসাইমেন্ট পাঠানো হোক। নিজ স্কুলের শিক্ষকরা দ্রুত খাতা দেখে ফলপ্রকাশ করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন