অবশেষে গ্রেফতার করা হল ভাঙড়ের ISF নেতা সরিফুল মোল্লাকে। ভাঙড় থানা ঘেরাও, থানার গাড়ি ভাঙচুর, ভোট পরবর্তী হিংসার ঘটনায় সরিফুল জড়িত ছিল বলে অভিযোগ। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে গত শনিবার আরও এক ISF নেতা মিন্টু শিকারীকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, ভাঙড়ে ISF প্রার্থী নওশাদ সিদ্দিকির জয়লাভ করার পিছনে শরিফুল ও মিন্টু শিকারীর বড় ভূমিকা আছে। তাই হারের প্রতিশোধ নিতে তৃণমূল পুলিসকে দিয়ে এই কাজ করিয়েছে বলে দাবি করেছে শরিফুল মোল্লা। শরিফুল বলেন, 'সম্পূর্ণ রাজনৈতিক কারণে আমাকে আর মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে তৃণমূল পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।' ধৃত সরিফুল কে আজ বারুইপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন