বাংলার কৃষিক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে দ্বিতীয় দফায় 'কৃষকবন্ধু' প্রকল্প চালু হল আনুষ্ঠানিকভাবে। নবান্ন সভাঘর থেকে 'নতুন কৃষকবন্ধু' প্রকল্পের ভারচুয়াল সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে সঙ্গেই বিভিন্ন জেলায় জেলাশাসকদের দফতর থেকে প্রকল্পের জন্য মাথা পিছু বরাদ্দ ১০ হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেল।
কৃষকদের উদ্দেশে মমতা বলেন, 'সবরকমভাবে আমরা কৃষকদের পাশে রয়েছে। দেশে গত ৬ মাস ধরে কৃষক আন্দোলন চলছে। বাংলা তার ব্যতিক্রম। আরও ২০ লাখ কৃষক কিষান ক্রেডিট কার্ড পাবেন। ৭০ লাখ কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। ৫০ হাজার একক পতিত জমি চাষযোগ্য করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে মোট ৬২ লাখ কৃষক। কৃষকদের মৃত্যুতে ২ লাখ টাকা দেওয়া হবে।'
মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, রাজ্যের ক্ষমতায় ফিরলে কৃষকদের জন্য আরও কাজ করবেন। 'কৃষকবন্ধু' প্রকল্পের ভাতা বাড়ানো হবে। নির্বাচনী প্রচারে গিয়ে এমনই সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ক্ষমতায় ফেরার পর গত সপ্তাহেই রাজ্য মন্ত্রীসভার বৈঠকে তা অনুমোদন করা হয়। কৃষকবন্ধু প্রকল্পের ভাতা ৫ হাজার থেকে দ্বিগুণ করার পক্ষে সবুজ সংকেত দেয় মন্ত্রীসভা। তারপর বৃহস্পতিবারই আনুষ্ঠানিক সূচনা করে টাকা প্রদানের কাজ শুরু করে দেওয়া হল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন