এবার অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম। করোনা আবহে সুখবর দিল সরকার। আজই তেল কোম্পানিগুলি ১০০ টাকা রান্নার গ্যাসের দাম কমানোয় সিদ্ধান্ত নিয়েছে। কমার্শিয়াল গ্যাসের দাম একধাক্কায় কমল ১২২ টাকা, যার ওজন ১৯ কেজি। অর্থাৎ এর সঙ্গে গৃহস্থের গ্যাসের কোনও সম্পর্ক নেই।
ভর্তুকিহীন কমার্শিয়াল গ্যাসের আগে দাম ছিল ১৫৯৫ টাকা ৫০ পয়সা। গত মে মাসে শেষবার ৪৫ টাকা দাম কমেছিল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। তবে এটা বলাবাহুল্য দেশের সর্বত্র রান্নার গ্যাসের দাম এক নয়। দেশের বিভিন্ন শহরে নিজস্ব কর ও ভ্যাটের জন্য দাম কিছুটা আলাদা হয়ে থাকে। যেহেতু ভারতে এখনও পর্যন্ত রান্নার গ্যাস কিংবা পেট্রোল ও ডিজেলের দাম জিএসটির আওতায় আসেনি তাই ভিন্ন দাম থাকে ভিন্ন শহরে। যেমন আজকে ১২২ টাকা ভর্তুকিহীন কমার্শিয়াল গ্যাসের দাম দিল্লিতে ১৪৭৩ টাকা ৫০ পয়সা আবার ওই একই ১৯ কেজির সিলিন্ডারের দাম মুম্বইতে ১৪২২ টাকা ৫০ পয়সা। একই গ্যাসের কলকাতায় দাম ১৫৪৪ টাকা ৫০ পয়সা আবার চেন্নাইতে দাম ১৬০৩ টাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন