করোনা আবহের মধ্যে চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। চলতি মাসের ২৫ তারিখের মধ্যেই রাজ্যের স্কুল গুলো তে গ্রুপ C এবং D কর্মী ও লাইব্রেরিয়ানের ভ্যাকান্সি কতো আছে তার তালিকা চেয়ে পাঠাল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। সুতরাং খুব শীঘ্রই নিয়োগ নিয়ে ভাল খবর যে আসতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, করোনা আবহে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল স্কুল সার্ভিস কমিশন।
কিন্তু এবার লাইব্রেরিয়ান এবং গ্রুপ C এবং D পদে কর্মী নিয়োগে উদ্যোগ নিল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর এক হাজারেরও বেশি লাইব্রেরিয়ান পদে ফাঁকা রয়েছে এখনো পর্যন্ত। সেই সংখ্যা বাড়তে পারে বলে অনুমান দফতরের কর্তাদের। যদিও বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের স্কুলের লাইব্রেরিয়ানের শূন্যপদের তালিকা পাঠানোর পাশাপাশি গ্রুপ C এবং D পদে ভ্যাকান্সি কতো আছে তারও তালিকা চেয়ে পাঠান হয়েছে। তবে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী তরফের নিয়োগের তৎপরতা শুরু করে দেওয়ার নির্দেশ এসএসসি কে দেওয়া হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, রাজ্যে শেষ লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়েছিল ২০১২ সালে। ২০১২ সালে বিজ্ঞপ্তি দিয়ে ২০১৩ সালের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করেছিল কমিশন। প্রায় ৮ বছর পর রাজ্য সরকারের স্কুলগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন