করোনা আবহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার। এবার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজের সময় নিয়ে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। সপ্তাহে দু থেকে তিন দিন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।
গত দেড় বছরের বেশি সময় ধরে টানা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে দেশজুড়ে।
স্বাস্থ্য দফতরের তরফে জারি করা নির্দেশিকায় জানান হয়েছে, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দিনের বেলায় আট ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। এখানেই শেষ নয়, রাতের বেলায় তাঁদের ডিউটি আওয়ার ৬-৭ ঘণ্টা করতে বলা হয়েছে। এই মুহূর্তে হাসপাতালগুলিতে পর্যাপ্ত কর্মী, নার্স ও চিকিৎসক থাকায় তাঁদের সপ্তাহে ২-৩ দিন করে ছুটি দিতে হবে বলেও নির্দেশিকায় জানিয়েছে স্বাস্থ্য দফতর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন