মহারাষ্ট্রের পর এ বার আনলক প্রক্রিয়া শুরু করছে দিল্লি। সোমবার থেকে দোকানপাট খোলার পাশাপাশি চালু হচ্ছে মেট্রোও। তবে সে ক্ষেত্রে প্রচুর শর্তও মানতে হবে। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
জানা গিয়েছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে এবার থেকে মেট্রো চলবে দিল্লিতে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পর্বের লকডাউনে জোড় ও বিজোড় সংখ্যায় খোলার অনুমতি মিলবে সমস্ত শপিং মল ও রাস্তার দোকানের। এছাড়াও সরকারি ও বেসরকারি অফিস খোলার ক্ষেত্রেও নয়া পরিকল্পনা এনেছেন কেজরিওয়াল। বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। সরকারি অফিসের গ্রুপ-A কর্মীদের জন্য ১০০ শতাংশ এবং গ্রুপ-B কর্মীদের জন্য ৫০ শতাংশ নির্ধারিত করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন